আপনি কি অনলাইন ইনকাম করতে চাচ্চেন? আপনি কি চাকরি করছেন? নাকি ব্যবসা করছেন? নাকি একজন হাউস ওয়াইফ? আপনি যাই হোন না কেন টাকা ইনকাম করা সবার অধিকার। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি যে পেশাতেই জড়িত থাকেন না কেন, আপনার অবশিষ্ট সময় কে বাঁচিয়ে অনলাইনে কাজ করে অনলাইন ইনকাম করতে পারবেন।
যেটা হতে পারে আপনার একটি আয়ের অতিরিক্ত উৎস। আরও পড়ুন: বেষ্ট অনলাইন ইনকাম সাইট 2022.
বর্তমানে কমবেশি সবাই অবগত আছেন যে অনলাইনে আয় করার অনেকগুলো মাধ্যম রয়েছে এবং এই সমস্ত মাধ্যম অবলম্বন করে অনেক ব্লগার এবং ফ্রিল্যান্স অনলাইন থেকে হাজার হাজার ডলার নিত্যদিন ইনকাম করছেন।
আজ আমি আপনাদের সাথে আলোচনা করব 2023 এ অনলাইনে আয় করার সবচেয়ে সহজ এবং জনপ্রিয় মাধ্যম গুলো সম্পর্কে যার মাধ্যমে 2023 এ খুব ভালো পরিমাণে ইনকাম করা সম্ভব।
সারা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক লোক আছেন যারা অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। অনেকে রয়েছেন যারা অনলাইন হতে অতিরিক্ত সময় কাজ করে অতিরিক্ত ইনকাম করছেন । অনেকে আছেন যারা তাদের চাকরি এবং ব্যবসার ফাকে বাকি সময়টাতে কাজে লাগিয়ে অনলাইন হতে ভালো পরিমাণে ইনকাম করছেন। যা আপনার জন্য হতে পারে আয় এর একটি অতিরিক্ত মাধ্যম।
আরও পড়ুনঃ বাংলা লিখে অনলাইনে আয় বিকাশে/পেটিএম পেমেন্ট।
2023 এ অনলাইনে আয় এর সেরা মাধ্যম গুলো হলোঃ
ব্লগিং করে আয়
অনলাইনে আয়ের একটি অন্যতম মাধ্যম হল ব্লগিং। আপনি ব্লগিং করে বিভিন্ন মাধ্যমে কাজে লাগিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন। যেমন, অ্যাড সেল, গুগল এডসেন্স, এফিলিয়েট মার্কেটিং, নিজস্ব প্রোডাক্ট সেল, সার্ভিস সেল করা, এমনকি অনলাইনের মাধ্যমে কারোর প্রডাক্ট কে প্রমোশন করা, আপনার ব্লগের মাধ্যমে কারোর ব্যবসাকে মার্কেটিং করা ইত্যাদি হতে পারে ব্লগিং এর একটি অন্যতম প্ল্যাটফর্ম।
বর্তমান বিশ্বে অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবসায়ীরা যারা অনলাইনের মাধ্যমে তাদের প্রোডাক্ট গুলোকে সেল করছে এবং তাদের ব্যবসাকে বর্ধিত করছে ব্লগের মাধ্যমে। বাংলায় পূর্ণাঙ্গ ব্লগিং গাইড
গুগল এডসেন্স থেকে আয়
গুগল এডসেন্স হলো গুগলের একটি এড নেটওয়ার্ক। এটি 2003 সালের 18 জুলাই রিলিজ হয়েছে। বর্তমানে দু মিলিয়নেরও বেশি গুগল অ্যাডসেন্স পাবলিশার রয়েছে। এবং প্রতিমাসে এডসেন্সগুগোল পাবলিশারদের কে 10 বিলিয়ন ডলারেরও বেশি পেমেন্ট করছে।
নিশ্চিই বুঝতে পারছেন গুগল এডসেন্স এর পরিধি কতটা বিস্তৃত। আপনি চাইলে আপনার কাজের ফাঁকে, আপনার ব্যবসার অবসর সময়ে, এবং আপনার অতিরিক্ত সময় কাজ করে গুগোল অ্যাডসেন্সকে কাজে লাগিয়ে ঘরে বসে ইনকাম করতে পারবেন লক্ষ লক্ষ টাকা। বাংলায় পূর্ণাঙ্গ এডসেন্স গাইড
আরও পড়ুন:
- গুগল এডসেন্স এর যে ১০টি বিষয় জানা খুবই জরুরী
- গুগল এডসেন্স এর পরিচর্যা- জীবনেও এডসেন্স ব্যান/লিমিট হবেনা
- গুগল এডসেন্স থেকে মাসে কত টাকা আয় হয়
- গুগল থেকে আয় করার জনপ্রিয় মাধ্যম
গুগল এডসেন্স থেকে ইনকাম করতে চাইলে প্রথমে আপনার একটি ওয়েব সাইট থাকা আবশ্যক যে ওয়েব সাইটে গুগল এডসেন্স এর এড ব্যবহার করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। হতে পারে সেটি আপনার একটি ফ্রি ব্লগ।
আপনি চাইলেই গুগলের একটি প্ল্যাটফর্ম রয়েছে ব্লগস্পট সেখানে আপনি ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনার ওয়েব সাইটে নিয়মিত কনটেন্ট দিতে হবে নিয়মিত ভালো ভালো জিনিস পোস্ট করতে হবে যেটা ভিজিটররা দেখবে এবং আপনার বিজ্ঞাপন গুলো দেখবে এবং সেনা থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন।
অথবা আপনার একটি ইউটিউব চ্যানেল লাগবে, আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে সেখানে যদি অনেক পরিমানে ভিজিটর থাকে তাহলে আপনি সেই ইউটিউব চ্যানেলে এডসেন্সের এড মনেটাইজ করে ইনকাম করতে পারবেন। অথবা আপনার যদি একটি প্লে স্টোরে একাউন্ট থাকে এবং আপনি অ্যাপস ডেভলপার হন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার অ্যাপ এ গুগল এডসেন্স এর এড ব্যবহার করে অ্যাপস থেকে টাকা ইনকাম করতে পারবেন।
ইউটিউব হতে ইনকামঃ
একটি ইউটিউব চ্যানেল হতে পারে আপনার সারাজীবনের ইনকামের একটি উৎস। আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে সেখানে যদি অনেক পরিমানে ভিজিটর থাকে তাহলে আপনি সেই ইউটিউব চ্যানেল থেকে প্রতিমাসে ইনকাম করতে পারবেন হাজার হাজার টাকা।
ইউটিউব থেকে ইনকাম করার মাধ্যম হলো গুগল এডসেন্স যেটি একটু আগে আলোচনা করেছি। এমনকি আপনার ইউটিউব চ্যানেলে কোন কোম্পানিকে স্পন্সর করেও আপনি তাদের থেকে অনেক টাকা ইনকাম করতে পারেন। এমনকি আপনি ইউটিউব এর মাধ্যমে কারোর প্রডাক্ট কে প্রমোশন করেও ইনকাম করতে পারেন।
আপনার চ্যানেলটি যদি পপুলার হয় তাহলে কোন প্রোডাক্ট রিভিউ করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন।
আরও পড়ুন:
- ইউটিউব থেকে আয় করার উপায় [সম্পূর্ণ নির্দেশাবলী]
- ইউটিউব ভিডিও এসইও কি? ভিডিও র্যাংক করানোর 100% কার্যকরি কৌশল
- ইউটিউব থেকে আয় করার A টু Z [ইউটিউব টিউটরিয়াল]
- যেসব কাজ করে অনলাইন থেকে আয় করা যায়
অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টঃ
বর্তমান বিশ্বে এন্ড্রয়েড এর কথা শুনেনি এমন মনে হয় একটা লোকেও পাওয়া যাবে না। বুঝতে পারছেন বর্তমান বিশ্বে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের পরিমাণ কত। আর এটাও জানেন যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপ ইন্সটল করে সেখান থেকে তারা বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করতে পারে।
আপনি চাইলে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শিখে সেই এ্যাপসগুলোকে প্লে স্টোরে আপলোড করে সেখানে বিজ্ঞাপনের মাধ্যমে এবং কি বিভিন্ন প্রোডাক্ট প্রোমোশন এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন এমনকি আপনি পেইড অ্যাপস ডেভেলপ করে পেট মেম্বার এড করে আপনি ইনকাম করতে পারবেন।
[sc name=”responsve” ]
এফিলিয়েট মার্কেটিং করে আয়ঃ
বর্তমানে যুব সমাজ অনেকাংশেই এফিলিয়েট মার্কেটিং এর পিছনের ঝুঁকছে। কেননা এফিলিয়েট মার্কেটিং করে আয় করাটা খুবই একটি সহজ মাধ্যম এমনকি আপনি এফিলিয়েট মার্কেটিং করে চাইলে সেখানে আপনার নিজস্ব কোন প্রোডাক্ট এর প্রয়োজন হবে না।
আপনি কোন একটি ভাল কোম্পানি থেকে যে কোন প্রোডাক্ট আপনার ব্লগের মাধ্যমে প্রমোশন করে অথবা ফেসবুক টুইটার এমনকি বিভিন্ন সোসিয়াল মিডিয়া ইউজ করে বিভিন্ন প্রোডাক্ট সেল করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি এফিলিয়েট প্রোডাক্ট সেল করলে আপনার মাল ডেলিভারি দেওয়ার কোন ঝামেলা থাকবেনা সেটা সম্পূর্ণই প্রোডাক্ট এর মালিকের উপর বর্তাবে।
এফিলিয়েট মার্কেটিং এর অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে, আমাজন, ইবে, আলিবাবা, এরকম হাজারো ওয়েব সাইট রয়েছে যেখানে আপনাকে তাদের কোন মাল ডেলিভারি দিতে হবে না আপনার দায়িত্ব হবে শুধুমাত্র তাদের মাল গুলোকে প্রমোশন করে বিক্রি করে দেয়া।
যখনই আপনার লিংক থেকে একটি প্রোডাক্ট সেল হবে তখন সে প্রডাক্ট কে সেই কোম্পানির মালিক গ্রাহকের কাছে পৌঁছে দেবে আপনি মাঝখান থেকে কমিশন পাবেন।
ই কমার্স ব্যবসাঃ
বর্তমানে বাংলাদেশে অনেক ই-কমার্স ব্যবসা রয়েছে। এবং তারা খুব ভালো পরিমাণে আয় করছে। ই কমার্স হলো অনলাইনে টাকা ইনকাম করার এমন একটি পন্থা যেখানে আপনার একটি ওয়েব সাইট থাকবে এবং আপনার অনেকগুলো প্রোডাক্ট থাকবে।
যেগুলো আপনি অনলাইন সোসিয়াল মিডিয়া এবং আপনার ব্লগের মাধ্যমে ভিজিটর দের কাছে এবং গ্রাহকদের কাছে পৌঁছে দেবেন। এবং গ্রাহক বা কাস্টমাররা আপনার ওয়েবসাইট হতে সেই পণ্যের অর্ডার দিবে এবং সে পণ্য আপনাকে পৌঁছাতে হবে তাদের নির্ধারিত স্থানে।
এইভাবে প্রোডাক্ট বিক্রি করা কি ই-কমার্স ব্যবসা বলে। বর্তমানে সবকিছু অনলাইন হয়ে যাওয়ায় ই-কমার্স ব্যবসার ভবিষ্যত খুব ভালো। আপনি চাইলে ভালোভাবে প্লান করে একটি ই কমার্স ব্যবসা করতে পারেন।
অনলাইন ক্লাসঃ
আপনি কোন একটি বিষয়ে খুব ভাল পারদর্শী । হতে পারে সেটা ছবি আঁকা, সুন্দর হাতের লেখা, ইংরেজি শিক্ষক, গণিত শিক্ষক, সোসিয়াল মিডিয়ায় স্পেশালিস্ট, একটি ভালো ইউটিউবার অথবা ওয়েব ডেভলপার, অথবা ভালো একজন ফ্রিল্যান্সার।
আপনি যে কাজে ইস্পেশাল হোন না কেন বা পারদর্শী হন না কেন আপনি সেই কাজটাকে অনলাইনের মাধ্যমে কাস্টমারদের কাছে অনলাইন ক্লাসের মাধ্যমে পৌঁছে দিতে পারেন। এবং এর জন্য নির্ধারণ করে দিতে পারেন। এজন্য আপনার একটি ওয়েবসাইট প্রয়োজন হতে পারে। অথবা আপনি ফেসবুক বা ইউটিউব কাজে লাগিয়ে আপনার এই কাজটিকে প্রচার প্রসার করতে পারেন।
বর্তমানে অনেক শিক্ষার্থী রয়েছে যারা অনলাইনে শিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। অনলাইনে খুঁজলে দেখা যায় কি পরিমানে সার্চ হয় যে, আমি কিভাবে দ্রুত ইংরেজি শিখ , ছবি আঁকার নিয়ম, হাতের লেখা সুন্দর করার নিয়ম, ইত্যাদি ইত্যাদি অনেক ক্যাটাগরি রয়েছে।
যার মধ্য থেকে আপনার পছন্দমত যেকোন একটি সাবজেক্ট ঠিক করে সেদিকে সাজিয়ে গুজিয়ে ক্লাস আকারে আপনার ওয়েবসাইটে দিয়ে অডিয়েন্স তৈরি করতে পারবেন। অথবা ইউটিউব চ্যানেল বানিয়ে, ফেসবুকে পাবলিশ করে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়ে আপনার শিক্ষার্থী জোগাড় করতে পারেন। এটা বর্তমানে হতে পারে খুব ভালো একটি অনলাইনে আয়ের মাধ্যম।
[sc name=”inarticle” ]
ডিজিটাল প্রোডাক্ট বিক্রয়ঃ
ডিজিটাল প্রোডাক্ট হলো যে প্রোডাক্টগুলো ফিজিক্যাল কোন ক্যাডার নেই। আপনি একটি ওয়েবসাইট বানিয়ে অথবা একটি ইউটিউব চ্যানেল করে অনলাইন প্রোডাক্ট সেল করতে পারেন। সেটা হতে পারে ডোমেইন-হোষ্টিং, ব্লগার থিম, ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগিন, অনলাইনে এই ধরনের হাজারো প্রোডাক্ট রয়েছে যেগুলো সেল করে আপনি অনলাইন থেকে আয় করতে পারেন।
সিপিএ মার্কেটিংঃ
আপনি সিপিএ মার্কেটিং করে অনলাইন থেকে বর্তমানে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে বাংলাদেশের অনেক যুবকরা রয়েছে যারা সিপিএ মার্কেটিং করে ঘরে বসেই ইনকাম করছেন। । এমনকি CPA মার্কেটিং থেকে অনেক যুবক যারা নিজের পেশা হিসেবে কে বেছে নিয়েছেন। 2023 সালে CPA মার্কেটিং হতে পারে আপনার একটি অনলাইন এর অন্যতম উৎস।
ফ্রিল্যান্সিংঃ
বর্তমানে বাংলাদেশে অনেক যুবক রয়েছে যারা ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করছেন। এবং তারা তাদের ফ্রীলান্সিং কে পেশা হিসেবে নিয়েছেন। অনলাইনে প্রবেশ করলে দেখা যায় অনেক ছেলেমেয়ে রয়েছে যারা বর্তমানে ফ্রিল্যান্সিং এর দিকে ঝুকে যাচ্ছে।
2023 সালে ফ্রীলান্সিং হতে পারে আপনার অতিরিক্ত আয়ের একটি উৎস। ফ্রীলান্সিং করতে হলে আপনাকে অবশ্যই যে কোন একটি বিষয়ে পারদর্শী হতে হবে। সেটা হতে পারে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ইমেইল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর্টিকেল রাইটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভলপার।
এরকম হাজারো কাজ রয়েছে আপনি ফ্রিল্যান্সিং করতে চাইলে upwork.com, freelancer.com, fiber.com এরকম হাজারো ওয়েবসাইট রয়েছে এর যে কোন একটি ওয়েব সাইটে আপনি অ্যাকাউন্ট করে ফেলেছেন শুরু করতে পারেন।
আর্টিকেল লিখে আয়ঃ
আপনি ভালো কনটেন্ট লিখতে পারেন? ক্রিয়েটিভ কোন বিষয় নিয়ে রিচার্জ করতে পছন্দ করেন? সেক্ষেত্রে আপনি । আর্টিকেল লিখে অনলাইন থেকে খুব ভাল পরিমানে আয় করতে পারবেন।
বর্তমানে অনলাইন মার্কেটপ্লেসে আর্টিকেল লেখার অনেক মূল্য রয়েছে। হাজারো ওয়েব সাইট রয়েছে যেখানে আপনি আপনার আর্টিকেল সাবমিট করে থেকে ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সার আপওয়ার্ক এ ধরনের ফ্রীলান্সিং ওয়েবসাইটেও আর্টিকেল অনেক মূল্য।
আরও পড়ুনঃ
- ঘরে বসে আর্টিকেল লিখে প্রতিদিন 1500 টাকা আয় করুন
- প্রতিদিন আর্টিকেল পড়ে আয় করুন যত ইচ্ছা তত
- ট্রাস্টেড অনলাইন ইনকাম সাইট 2023
সুতরাং আপনি কোন বিষয়ে ভালো লিখতে পারলে আপনি অবশ্যই ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।
যেভাবে একটি আকর্ষনীয় ব্লগপোষ্ট লিখবেন।
[sc name=”responsve” ]
এছাড়া অনেক মাধ্যম রয়েছে যেগুলোকে ব্যবহার করে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারেন।
আমার শেষ কথা:
আপনার মূল্যবান সময়কে নষ্ট না করে যেকোনো একটি কাজ কে বেছে নিয়ে আজও কাজ শুরু করে দিন আশা করি অবশেষে সফল হতে পারবেন। অনেকে বলেন অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় না এটা সম্পূর্ণ মিথ্যা কথা।
আপনি যদি জানেন কিভাবে ইনকাম করতে হয় তাহলে অবশ্যই আপনি অনলাইন থেকেও খুব ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। সময়টা মূল্যবান সময়ের অপচয় না করে অবশ্যই যেকোনো একটি কাজ কে বেছে নিন এবং শুরু করে দিন অনলাইন হতে ইনকাম করা।
আমাদের এই আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন।
আমার টাকা লাকবে
তুমি আমার জীবনে প্রথম তুমি আমার শেষ
01995099703 বিকাশ নাম্বার আমার টাকা এখন পাঠান
কিভাবে টাকা ইনকাম করে
500
আমি কোনো কাজ করি না
কেন কাজ করেন না
আমরা কেউ চাকরি করি না ব্যবসা করি না
পড়ালেখার পাশাপাশি অনলাইনে ইনকাম করতে চাই কিভাবে করবো একটু হেল্প মি প্লিজ
আমি অনলাইন ইনকাম করতে চাই কি
আমি কাজ করব 1000হাজার
টাকা দরকার
আজকে লকবে
বিকাশ নাম্বার 01736660920
আমি বেকার আমি চাকরি করি না
দয়া করে সাহায্য করুন
আমি অনলাইনে টুকটাক লেখালেখি করি। কিন্তু আমার মত এত সুন্দর করে লিখতে পারি না। খুব সুন্দর হয়েছে পোস্টটি এই পোস্টটি থেকে অনেক কিছু শিখতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমি অনলাইনে টুকটাক কাজ করতে পারি কিন্তু বেশি না
হুম
খুব সুন্দর ও দরকারি একটি পোস্ট!
Online ar jabotiyo kaj kora hoi,age taka pore kaj,Bkash Nagod 2tai ai Nbare,
Bkash:01719508948
Hi
আমি কাজ করব কিছু টাকার দরকার বিকাশ নম্বার ০১৭৩৭৬২২১০৩।
Hi
Hi আমার নাম জুলহাস আমার 01406656073 বিকাশ নাম্বার
ভালো পোস্ট।
অনেক কিছু জানলাম।
আমিও যেকোন একটা শুরুকরে দিব কিছুদিনের মধ্যে।
অনলাইন থেকে প্রপারলি ইনকাম করার ইচ্ছা থাকলে এই আর্টিকেলটি আপনাকে সবথেকে বেশি হেল্প করতে পারবে।
অর্থাৎ আপনি এই আর্টিকেলটি একটি গাইডলাইন হিসেবে পেয়ে যাবেন।
কাটি কাটি ইগনোর করে গেলে হয়তোবা কোন একদিন এই ইগনোর এর মাশুল দিতে হবে।
bkash 01860340766
বিকাশ নাম্বার 01860656724 অনলাইন ইনকাম করতে চাই
পনেরশো টাকা সাহায্য বিকাশ 01712465416
Bkash::01989089420
Neamul
Khan
Plz দেন
আমার পোড়াশোনার খরচ করতে আমার অনেক অসুবিধা হয় দয়া করে যদি আমাকে একটু সাহায্য করতেন ভালো হতো এটা আমার বিকাশ নাম্বার ০১৯৫১০৯৮২৯৫ আসসালামু আলাইকুম 🥰
ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট করার জন্য । আমি প্রায় সময় আপানার সাইটে কন্টে পড়তে আসি। এবং আমি প্রথম ইন্কাম সোর্সটি কাজে লাগানোর চেষ্টা করছি।
Ganja
01730695313
আপনার সাইটের পোস্টগুলো খুব যুগ উপযোগী। আশা করি আরও ভাল কিছু পাব আপনার থেকে। আপনার অনুপ্রেরণায় আমি একটি সাইট তৈরি করেছি আশা করি সকলের উপকারে আসবে।
Yes
বিকাশ পার্সোনাল 01741249282
গেম খেলে অনলাইনে ইনকাম করতে চায়। কিভাবে ইনকাম করবো আমাকে পরামর্শ দিবন?
Hi আমার নাম মোঃ মেহেদী হাসান আমার বিকাশ নাম্বার 01948508701
যব চাই
তুমি ছিলে কাল রাতের বুঝনা সাথী দিয়েছিলে মোরে দিয়ে দুটি আঁখি হাত দুটি হাত দিয়েছিলে কথা কোনদিনও মোর প্রাণে দেবেনা গো ব্যথা সবকিছু ছেড়ে তুমি দূরে চলে গেলে কি ছিল তোমার মনে নাহি বলে গেলে…… ইতি মোহাম্মদ ফারুক আহমেদ
Ami korte chai ki vabe korbo
দারুণ তথ্য। অসংখ্য ধন্যবাদ
কারন তথ্য সংবাদ
আমার নগদ নাম্বার 01705560100 টাকা পাঠিয়ে দিন।
01761247582,নগদ বিকাশ ২টাই আচে টাকা পাঠাই দিবেন,,,
1500 টাকা পাঠিয়ে দিয়েছি বিকাশে।
আমার টাকা টা পাঠিয়ে দিন আমার বিকাশ নাম্বার 01845915011
তুমি ছিলে কাল রাতের বুঝনা
সাথী দিয়েছিলে মোরে দিয়ে দুটি
আঁখি হাত দুটি হাত দিয়েছিল
কথা কোনদিনো মোরে প্রানে
দেবেনা গো ব্যথা সবকিছু ছেড়ে
তুমি দ্ররে চলে গেলে কি ছিল
তোমার মনে নাহি বলে গেলে
ইতি মোঃ রহমান
Tnx
Power Cash
তুমি ছিলে কাল রাতের বুঝনা সাথী দিয়েছিলে মোরে দিয়ে দুটি আঁখি হাত দুটি হাত দিয়েছিলে কথা কোনদিনও মোর প্রাণে দেবেনা গো ব্যথা সবকিছু ছেড়ে তুমি দূরে চলে গেলে কি ছিল তোমার মনে নাহি বলে গেলে…… ইতি মোহাম্মদ ফারুক আহমেদ
অর্টিকেল টি সত্যি অনেক হেল্পফুল। অললাইলে আয় এর মাধ্যম গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ধন্যবাদ স্যার।
01995099703 বিকাশ পাচনাল
অনলাইন থেকে ইনকাম করতে চান এবং বিকাশের মাধ্যমে তাহলে মজা করে ইনকাম করতে এই লিংকটি উপায় দিতে পারে ঃ blog.jit.com.bd
vai amake aktu bujan
onnek helpful cilo
দারুন। হেল্পফুল পোস্ট।
Nice
Nice
অনলাইন ইনকাম সম্পর্কে খুবই তথ্যবহুল একটি পোস্ট। পরবর্তীতে গুগল এডসেন্স নিয়ে বিস্তারিত লেখা একটি আর্টিকেল চাই।
Vai ami kajkorte chai ki korte hobe
অনেক অসাধারণ পোস্ট অনলাইন মাধ্যে কিভাবে আয় করা যায়, সঠিক নিয়ম গুলো বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
Ki va
আমার ফ্যামিলী সমস্যা আমাকে আপনারা দয়া হেল্প করেন আমার নগদ নাম্বার 01948338836এই নাম্বারে 5000 টাকা সাহায্য করতেন তাহলে উপকূল হতাম
shei kamai ta korbo kivabe setai to bola hoynai kothao
ভাই অনলাইনে আয় করতে চাইলে এই লিংক টা দেখতে পারেন। সবচেয়ে সহজ উপায়।
http://jit.com.bd/blogging-guide/
ধন্যবাদ
এরা বিভিন্ন ভাবে মানুষকে মোটিভেট করছে। বাট কেউ কি গুগুল এডসেন্স বা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পেরেছে? জানা থাকলে আমার email:[email protected] জানাবেন। আমার জানামতে এসব করে কেউ টাকা ইনকাম করতে পারে নাই।
acca vai Ami ai ta Gane na vai amar akto boygo dean to vai
ভাই আমিও অনলাইনে আয় করতে চাইলে কি করা লাগবে আমাকে একটু বলবেন
ভাই অনলাইনে আয় করতে চাইলে এই লিংক টা দেখতে পারেন। সবচেয়ে সহজ উপায়।
http://jit.com.bd/blogging-guide/
ধন্যবাদ
আপনার পোষ্টটি খুবই ভালো লাগলো।
ধন্যবাদ ভাই।
আমি তে জানি না ভাইয় এটু বলেনওকে
খুব হেল্পফুল পোস্ট। বিস্তারিত লেখা। আমার খুব ভালো লেগেছে।
লেখককে অনেক অনেক ধন্যবাদ।
বিকাশ নাম্বার
014080919065