আসসালামু আলাইকুম বন্ধুরা| বর্তমান যুগে পৃথিবীর প্রায় সবাই ফোন ব্যবহার করে| অনেক সময় দেখা যায়,আমাদের হাত থেকে ফোন বালতির পানিতে পড়ে গেল|আবার এমন ও হতে পারে প্রয়োজনে বাইরে বের হয়েছেন, হুট করে বৃষ্টি! হাতে নেই ছাতা, ভিজেছেন ঝুম!
আপনার সঙ্গে পকেটে বা ব্যাগে থাকা দরকারি মোবাইল ফোনটিও আছে!তার তা একেবারে ভিজে গেছে| এখন আপনার কী করণীয়? দামি ফোন হলে চিন্তার ভাঁজ পড়বে কপালে।কারণ আপনি জানেন,মোবাইল একবার ভিজলে তার ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে|আবার ফোনের ভিতরের সার্কিটে ও সমস্যা দেখা দিতে পারে|
মোবাইল পানিতে পড়ে গেলে করনীয়
তবে বিষয়টি নিয়ে খুব চিন্তার কিছু নেই। কারণ পানিতে পড়ে যাওয়া বা বৃষ্টিতে ভেজা মোবাইল ফোনের ক্ষতি রুখত রয়েছে দারুণ কিছু টিপস –
১. স্মার্টফোন বৃষ্টির পানিতে ভিজে গেলে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে মুছে ফেলুন ৷ যত বেশি তরল পদার্থ থাকবে ততো তাড়াতাড়ি ফোনের বিভিন্ন পার্টস খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে ৷অর্থাৎ ডিসপ্লে নষ্ট হতে পারে,শটসার্কিট হতে পারে ইত্যাদি|
২. স্মার্টফোন স্টার্ট করার আগে ভালো করে মুছে নিন ৷ ফোনের ভিতরের সব কিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন।
৩. ফোনের খোলা অংশগুলো অর্থাৎ সিম,মেমোরি,ব্যাটারি একটি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন|তারপর কাপড়টি দিয়ে মুড়ে রেখে দিন।
৪.ফোনের ভিতর ভালো করে মুছে ফেলার পর সিম কার্ড ইনসার্ট করুন৷
৫. ফোনে স্ক্রিন গার্ড লাগানো থাকলে সেটাও খুলে রাখুন ৷
৬. ভুল করেও ফোনে হেয়ার ড্রাইয়ারের প্রয়োগ করবেন না ৷ হেয়ার ড্রাইয়ারের গরম হাওয়ায় ভিতরের পার্টসগুলো গলে যেতে পারে ৷
৭. সম্ভব হলে স্মার্টফোনটি কিছু সময় হালকা রোদে শুকিয়ে নিন।
আরও পড়ুন:
- Snack Video থেকে টাকা আয় করার উপায়
- অডিও গানে ছবি বসানো সফটওয়্যার (ডাউনলোড করুন)
- ইউটিউব চ্যানেল হ্যাক হওয়া থেকে রক্ষা করার উপায়
- মোবাইলের জন্যে ফ্রি স্ক্রিন রেকর্ডার অ্যাপ (ডাউনলোড করুন)
এই বিষয়গুলি ঠিকঠাক করতে পারলে আপনার মোবাইল ফোনটি নস্টহওয়ার হাত অনেকটা নিরাপদ থাকবে। সুতরাং আমাদের একটু সতে হলেই অনেক কিছু নিরাপদ রাখা যায়।