গ্রামীণফোন-এ স্পেশাল কলরেট

স্পেশাল কলরেট


 রিচার্জ করে যেকোনো লোকাল নম্বরে উপভোগ করুন ৪৮ পয়সা/মিনিট কলরেট

রিচার্জ করে যেকোনো লোকাল নম্বরে উপভোগ করুন ৪৮ পয়সা/মিনিট কলরেট।

অফারের বিস্তারিত:

গ্রামীণফোন-এর সকল প্রিপেইড ও কনজ্যুমার পোস্টপেইড গ্রাহকগণ (ই আর এস, বি পি ও এবং পোস্টপেইড-কমিটমেন্ট প্ল্যান এর গ্রাহক ব্যতীত) এই অফারটি উপভোগ করতে পারবেন।রি

অ্যামাউন্ট গ্রাহকের মূল অ্যাকাউন্টে যোগ হবে।

অফারটি পেতে গ্রাহককে ঠিক উল্লেখিত অ্যামাউন্ট রিচার্জ করতে হবে।

৪৮ পয়সা/মিনিট স্পেশাল কলরেট এ ১০ সেকেন্ড (প্রিপেইড) ও ১ সেকেন্ড (পোস্টপেইড) পালস্‌ প্রযোজ্য হবে।

“যেকোনো লোকাল নম্বর” বলতে দেশের ভেতর যেকোনো নেটওয়ার্কে কল করা বোঝানো হয় (জিপি-জিপি, জিপি-অন্য মোবাইল অপারেটর, জি পি-পি এস টি এন ও জি পি-আই পি টি এস পি) যার মধ্যে কোনো শর্ট কোডে করা কল অন্তর্ভুক্ত নয়।

অফার চলাকালীন এই স্পেশাল কলরেট রেগুলার প্যাকেজ কলরেট, সুপার FnF, FnF, কমিউনিটি ট্যারিফ (বি এস প্রিপেইড ১ ও ৫ সহ) -এর ক্ষেত্রে প্রযোজ্য।এ

স্পেশাল কলরেট – ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স আগে ব্যবহৃত হবে।

ক্যাম্পেইন চলাকালীন একাধিকবার অফারটি নেওয়া যাবে। একাধিক রিচার্জে সর্বোচ্চ মেয়াদটি প্রযোজ্য হবে।

স্পেসাল কলরেট এর মেয়াদ শেষে গ্রাহক তার পূর্ববর্তী অফার / প্যাকেজে ফিরে যাবেন।

অফারের মেয়াদ জানতে ডায়াল করুন *121*1*2#

অফারটিবন্ধ করতে ডায়াল করুন *121*1003*7#

অফারটি skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়।

অসীমিত সময়ের জন্য।স

চার্জে ১০% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য + মূল রেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap