NID Card হারিয়ে গেলে কি করবেন। [রি-ইস্যু সমাধান]

আমরা সবাই ভাল করেই জানি আমাদের জাতীয় পরিচয় পত্র টি আমাদের কত প্রয়োজনীয় একটি ডকুমেন্টস। এত জরুরী ডকুমেন্টস হওয়া সত্ত্বেও অনেক সময় অজ্ঞাত কারণে হারিয়ে যায়,  বা নষ্ট হয়ে যায়, অথবা ছিনতাইকারীরা অন্যান্য জিনিসপত্রও ছিনতাই করে নিয়ে যায়। আপনি যদি এরকম কোন সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে আমি আজকে এই টিউটোরিয়াল এর মাধ্যমে আপনাকে সমাধান দিব।

আপনার জাতীয় পরিচয় পত্রটি কি হারিয়ে গেছে? ভুলবশত কোথাও রেখে এসেছেন? নষ্ট হয়ে গেছে? নাকি ছিনতাইকারীরা অন্যান্য জিনিসের সাথে ছিনতাই করে নিয়ে গেছে? এরকম যেকোন সমস্যার কারণে যদি আপনার এনআইডি কার্ডটি না থাকে তাহলে আপনি সহজেই আপনার জাতীয় পরিচয় পত্র রি-ইস্যু জন্য আবেদন করে নতুন কার্ড সংগ্রহ করতে পারবেন।

NID Card হারিয়ে গেলে কি করা উচিৎ
NID Card হারিয়ে গেলে কি করা উচিৎ

খুব সহজেই জাতীয় পরিচয় পত্র কার্ডটি যেভাবে রিসিভ করবেন বা ডুব্লিকেট কপি উঠাবেন তার সম্পূর্ণ গাইড লাইন আমি নিচে দিয়ে দিচ্ছিঃ

NID Card হাড়িয়ে গেলে কি করনীয়ঃ

জাতীয় পরিচয় পত্র যদি হারিয়ে ,বা নষ্ট হয়ে যায় তাহলে প্রথমেই আপনাকে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি করতে হবে। অতঃপর উক্ত সাধারণ ডায়েরির রিসিভ কপিটা নিয়ে আপনি নিজে নিজে অথবা কারো সাহায্য নিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। কিভাবে অনলাইনে আবেদন করবেন? কিভাবে জিডি করবেন? সমস্ত কিছু আমি এই টিউটোরিয়াল এর মাধ্যমে দিয়ে দিয়েছি।

2 মিনিটেই আপনার জাতীয় পরিচয় পত্রটি অনলাইনে ডাউনলোড করুন।

কিভাবে থানায় সাধারণ ডায়েরী/GD করব?

প্রথমে একটি সাদা কাগজে একটি সাধারণ ডায়েরি করবেন, অতঃপর উক্ত সাধারণ ডায়েরি আপনার স্বাক্ষরযুক্ত করে দুইটি কপি নিয়ে নিকটস্থ থানায় গিয়ে ডিউটি অফিসার কে দিবেন এবং একটি করিয়ে সাথে করে নিয়ে আসবেন। উক্ত সাধারণ ডায়েরির ফরমটিতে অবশ্যই জিডি নম্বর, ডিউটি রত অফিসারের নাম, সীল, স্বাক্ষর,  এবং জিডির তারিখ উল্লেখ থাকবে।

সাধারণ ডায়েরী/GD- এর নমুনা কপি এখান থেকে ডাউনলোড করুনঃ

কিভাবে সাধারণ ডায়েরি লিখবেন যদি কোন ধারণা না পান তাহলে আমি নিম্নে একটি নমুনা কপি দিয়ে দিচ্ছি এটা, jpg, PDF, Documents/Doc File ডাউনলোড করতে পারবেন। এবং এটি এডিট করে আপনার কাজে ব্যবহার করতে পারবেন।

আরোও পড়ুনঃ কিভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন?

জাতীয় পরিচয় পত্র হারানো সাধারণ ডায়েরির নমুনা কপিঃ

NID GD Formate Download
NID GD Formate Download

জাতীয় পরিচয় পত্র হারানো সাধারণ ডায়েরীর Doc ফাইলটি ডাউনলোড করুন।

[sc name=”180×150″ ]

NID Haranu GD formate

কি কি কাগজ লাগবে?

জাতীয় পরিচয় পত্র রি-ইস্যুর জন্য কোন প্রকার তথ্য প্রয়োজন নেই। শুধুমাত্র জিডির কপি দিলেই হবে। তবে সাধারণ ডায়েরীর ফরমটি স্থানীয় নির্বাচন কমিশন অফিস থেকে সত্যায়িত করলে সবচেয়ে ভালো হয়। সত্যায়িত না করলেও কোন সমস্য নেই।

কত টাকা খরচ হবে?

সাধারনত 230 টাকা লাগে। যদি স্মার্ট কার্ড এর জন্য আবেদন করেন অথবা জরুরী ভিক্তিতে পাওয়ার জন্য আবেদন করেন তাহলে একটু বেশি লাগতে পারে। আমি এখানে একটি লিংক দিয়ে দিচ্ছি এখানে সেখান থেকে চেক করে নিতে পারেন আপনার কত টাকা খরচ লাগবে।

ফি হিসাব করতে এই লিংকে ক্লিক করুনঃ 

নিচের মত একটি ফরম আসবে। আপনার তথ্যগুলো দিন তারপর হিসাব করুন বাটুনে ক্লিক করুন। আপনার কত টাকা লাগবে দেখাবে।

NID Card Fee Calculation
NID Card Fee Calculation

কিভাবে আবেদন করব?

আপনার যদি এন আইডি কার্ডটি হারিয়ে থাকে বা নষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করে সেটা রি-ইস্যু করতে হবে। কিভাবে জাতীয় পরিচয় পত্রের ডুপ্লিকেট কপি উঠাবেন তার বিস্তারিত আমি এখানে দিয়ে দিচ্ছি।

থানায় সাধারণ ডায়েরি করা হয়ে গেলে আপনি নিচের এই লিংকে ক্লিক করুন।

জাতীয় পরিচয়পত্র রি-ইস্যুর আবেদন করতে এখানে ক্লিক করুন।

[sc name=”inarticle” ]

অতঃপর এমন একটি পেজ আসবে সেখানে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্মতারিখ এন্ট্রি করে রেজিস্ট্রেশন করতে হবে।

NID Re-Issue Registration
NID Re-Issue Registration

পেমেন্ট পরিশোধ করুনঃ

রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনার এনআইডি সংশোধনের জন্য 230 টাকা পেমেন্ট পরিশোধ করতে হবে। (কিভাবে পেমেন্ট পরিশোধ করবেন তা নিম্নে দেওয়া হল)

  • পেমেন্ট পরিশোধ করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে রকেট অ্যাপস চালু করুন।
  • তারপরে বিল-পে অপশনে ক্লিক করুন।
  • বিলার আইডি হিসেবে 1000 টাইপ করুন।
  • এনআইডি নাম্বার লিখুন
  • কি কারনে পরিশোধ করছেন সেটি ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দিন
  • অতঃপর আপনার মোবাইল নম্বর লিখুন।
  • অতঃপর বিল পে সম্পন্ন করে ফেলুন।
  • বিল পে সম্পন্ন হওয়ার পর অটোমেটিক আপনার নির্বাচন কমিশনের রেজিস্ট্রিকৃত একাউন্টে টাকা জমা হয়ে যাবে।
  • তারপর আবেদন করা শুরু করুন। 

রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে  রি-ইস্যু অপশন এর উপর ক্লিক করুন। নিচের চিত্র লক্ষ করুন।

জাতীয় পরিচয় পত্র রি-ইস্যুর জন্য আবেদন।
জাতীয় পরিচয় পত্র রি-ইস্যুর জন্য আবেদন।

অতঃপর যে পেজটি আসবে সেখানে ডান পাশে উপরের কোনা থেকে এডিট অপশনে ক্লিক করুন। এবার স্থানীয় থানা থেকে সাধারণ ডায়েরি করা ফরমটি থেকে, ১। জিডি নম্বর, ২। থানার নাম, ৩। জিডির তারিখ, ৪। কর্তব্যরত পুলিশ অফিসারের নাম, ৫। কর্তব্যরত পুলিশ অফিসারের পদবী লিখে ফেলুন। অতঃপর পেমেন্ট পরিশোধ করুন।

জাতীয় পরিচয় পত্রের ডুপ্লিকেট কপি ডাউনলোড করুন।
জাতীয় পরিচয় পত্রের ডুপ্লিকেট কপি ডাউনলোড করুন।
  • সম্পূর্ণ তথ্য ইনপুট করার পর “পরবর্তী” বাটনটিতে ক্লিক করতে হবে
  • দ্বিতীয় ধাপে গেলে সেখানে আমরা যে টাকা ডিপোজিট করেছি সেটা দেখাবে এবং অপশন রেগুলার রেখে  পরবর্তী বাটনে ক্লিক করতে হবে
  • অতঃপর তৃতীয় ধাপ এগিয়ে, আপনার সাধারণ ডায়েরি কপি আপলোড করতে হবে।
  • চতুর্থ ধাপ এগিয়ে ফাইনাল সাজেশন দিতে হবে।
  • অতঃপর স্বয়ংক্রিয়ভাবে একটি ডাউনলোড ফাইল চলে আসবে সেখানে ক্লিক করে আপনি আপনার রিসিভ টা ডাউনলোড করে রাখুন।
  • এখন আপনার কাজ শেষ পরবর্তী কাজ অফিসের জন্য

[sc name=”responsve” ]

কত দিন সময় লাগবেঃ

এখন কথা হলো, আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি কমপ্লিট করলাম কিন্তু আমি কতদিন পরে কার্ড পাব? আপনার কার্ডটি সাধারণ পিরিয়ডের জন্য আবেদন করলে 3 থেকে 10 বিজনেস দিবসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে অতঃপর আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে। যখন আপনার মোবাইলে মেসেজ চলে আসবে তখন আপনি বুঝবেন যে আপনার কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

কার্ড কিভাবে পাবোঃ

আপনার মোবাইলে যখন কনফার্মেশন মেসেজ চলে আসবে তখন আপনি আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগইন করে ডাউনলোড করে নিতে পারবেন। অথবা এই লিঙ্কে ক্লিক করুন  আপনার এন আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করান। এবং একেবারে নিচে ডাউনলোড অপশনে ক্লিক করুন আপনার জাতীয় পরিচয় পত্র টি অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে। তারপর সেটাকে প্রিন্ট করে লেমিনেটিং করে নিতে হবে।

সবশেষে আমাদের পরামর্শঃ

যেহেতু এই কাজটি একটি সেনসিটিভ বিষয়, তাই কাজটি করার আগে আগে ভালোভাবে প্রত্যেকটি অপশন বা প্রত্যেকটি সেকশন বুঝে নিতে হবে। ভালভাবে বুঝে তারপর কাজটি করুন আশা করি অবশ্যই আপনার কার্ডটি তিন থেকে 10 দিনের মধ্যে পেয়ে যাবেন।

বন্ধুরা যদি কোন পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন এবং লেখাটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।

104 thoughts on “NID Card হারিয়ে গেলে কি করবেন। [রি-ইস্যু সমাধান]”

  1. amar NID hariye jaini, nosto o hoini, information add korechi, address change korechi. noton adress e amar NID CARD issue korar jonno ki thanai GD korte hobe? pls ekto janaben,,,,,

  2. জহিরুল ইসলাম

    আমি রি ইসু আবেদন করেছি। কিন্তু আবেদনটি পেন্ডিংয়ে রয়েছে। এখন কি করব??
    আপনার সু পরামর্শ কামনা করছি।

  3. আমি ভোটার এলাকা পরিবর্তন করেছিলাম,, এখন বর্তমান স্থানটা nid কার্ড এর পিছনের অংশে আনতে চাই,,কিভাবে আনব এবং কি কি কাগজ সাবমিট করতে হবে,
    অগ্রিম ধন্যবাদ

  4. আমার আইডি কাড হারিরে গেছে নাম্বার নাই কি ভাবে বের করবো

  5. MD RASEDUL ISLAM TALUKDER

    vai ami NID Card er date of birth thik korar jonno apply kori offline a porobortite conformation pawer por jokhon tader kase jai tara amar card khuj a pay nai bole r unara bolen j abar NID haranor abedon korte bolse ai khetre amar ki koroniyo

  6. আসসালামু আলাইকুম ভাইজ্বান আমার স্মার্ট কার্ড টা হারিয়ে গেছে আমি থানায় জিডি করেছি এখন অর্জিনাল টা পাওয়ার জন্য কি আগারগাও অফিসে গেলে হবে নাকি আমার গ্রামের নির্বাচন কমিশনে যেতে হবে প্লিজ জ্বানালে উপকৃত হতাম

  7. স্মার্ট কার্ড সংশোধনের পর কি নতুন করে স্মার্ট কার্ড পাওয়া যাবে

  8. মাসুম

    আমি 2008 এ আমার জাতীয় পরিচয় পত্র করিয়ে ছিলাম এবং তারা আমাকে যে ছিলিপ টি দিয়েছিল তা আমি হারিয়ে ফেলেছি আর আই ডি কাড পাইনি এখন করবো এবং আমি যেখান থেকে আই ডি করেছিলাম সেখানেও আর যাওয়া হয়নি আর হবেওনা

    1. আপনার নিকটস্থ নির্বাচন কমিশনে গিয়ে তথ্য দিন তারা আপনার আইডি কার্ড এর স্লিপ/আইডির তথ্য বের করে দেবে

  9. Md. Rezaul Karimn

    আমার NID Card হারিয়ে গিয়েছে কিন্তু কার্ডটি PDF Format এ স্ক্যান করা আছে। আমি উক্ত PDF Format থেকে প্রিন্ট ও লেমিনেটিং করে কি ব্যবহার করা যাবে। তাছাড়া উক্ত কার্ড ব্যবহার করে কি পিতার নাম সংশোধনের জন্য আবেদন করা যাবে?

    1. যদি কালার কপি থাকে তাহলে সহজেই ব্যবহার করতে পারবেন। আর আপনি চাইলে পিতা মাতার নাম সংশোধন এর জন্যআবেদন করতে পারবেন। ধন্যবাদ

      1. Md. Rezaul Karimn

        উক্ত কালার কপি দিয়ে পিতার নাম সংশোধন এর জন্য আবেদন করা যাবে?

  10. স্মার্ট কার্ড উঠাইতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে?

  11. Mohammed Abu Sayeed

    GD copy ki koyek bochor ager hole hobe? amar kache 2016 saler GD copy ache. ami ekhon oita diye reissue korte cai. plz suggest me

  12. ভাই আমার আইডি কার্ড হারিয়ে যাওয়ার পর আমি ওয়েবসাইট থেকে আমার আইডি নম্বর দিয়ে একটি কপি ডাউনলোড করে প্রিন্ট করেছি। এক্ষেত্রে আমি রি-ইস্যু আবেদন করি নি। এখন আবেদন করার পর যেটা ডাউনলোড করতে পারব সেটা কি এখন যেটা ডাউনলোড করলাম তার চেয়ে ভিন্ন??

    1. NID কার্ড আকারে এসে থাকেলে সেটাই চলবে। আর যদি A4 পাতায় প্রিন্ট করে থাকেস সেক্ষেত্রে রি-ইস্যুকরে nid প্রিন্ট করে নিতে পারবেন।

  13. Labib-E-Alam Plaban

    আমি আপনাদের পোস্ট দেখেই সকল কাজ করেছি।
    আমাকে অনলাইনে এনআইডি কার্ড ডাউনলোড করতে দিয়েছে।
    এখন “স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস” এর উপর ক্লিক করলে স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে এবং একটি বক্স আইডি দিয়েছে।
    আবার ঠিক তার উপরেই লেখা আছে “স্মার্ট এনআইডি কার্ড বিতরণ বর্তমানে বন্ধ রয়েছে”
    এখন করনীয় কি? স্মার্ট কার্ড কি দিবে না?

    1. যখন বিতরন শুরু করবে তখন নিকটস্থ নির্বাচন কমিশন অফিস থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

  14. তাসলিমা নিশাত

    আমার স্মার্ট কার্ড হারিয়ে গেছে। আমি স্মার্ট কার্ড দিয়ে একটা লেমিনেটিং কপি করেছিলাম। এই কপি কার্ড দিয়ে কি বিদেশ যাওয়া যাবে??? আমি ফ্যামিলি ভিসায় ফ্রান্স যাবো ইন্টারভিউ সময় আইডি কার্ড দেখতে চায়

  15. বাহরুল ইসলাম

    তিন-চার বছর পূর্বে আমার ভাই nid এর জন্যে আবেদন করেছিল। ভাইয়ের আইডি কার্ড আসে নাই শুধু অনলাইন কপি আছে। কিন্তু এখন অনলাইনে কপি দেখায় না। নির্বাচন অফিস থেকে বলছে আইডি ডুপ্লিকেট হওয়ার কারণে স্ট্যাটাস ডিলিট হয়ে গেছে। এখন কি করা যায়। আমার ভাই একবারই আবেদন করেছিল।

    1. নির্বাচন অফিসে গেলে তারা আপনাকে ডুপ্লিকেল আইডির তথ্য দিতে পারবেন। অর্থাৎ ডুপ্লিকেট হলে একটি ডিলেট হয় অন্যটি রয়ে যায়। আপনি নির্বাচন অফিসে যোগাযোগ করুন।

  16. Md.Mahamudunnabi Sarker

    আমি রিইস‍্যু করতে গিয়ে অপলোড করতে করতে ভুল করেছি এখন কি করব জানাবেন।

  17. ভাই আমার ভোটর আইডি কার্ডের নম্বর ও মনে নাই এখন কি করবো ভাই

    1. নিকটস্থ নির্বাচন অফিসে গিয়ে আপনার তথ্য খুচে বের করতে পারবেন। কোন সমস্যা হবে না।

  18. ভাই আমার ভোটার নম্বর ও মনে এখন কি করবো ভাই একটু বলবেন

  19. আমি হারানো আইডি কার্ডের জন্য আবেদন করেছি আবেদনটি অনুমোদিত হয়েছে কিন্তু কোন মেসেজ আসেনি এবং কার্ডটিও ডাউনলোড করতে পারছি কি করব?

      1. রেজাউল

        ভাইয়া ডাউনলোডের উপর ক্লিক করছি কিন্তু ডাউনলোড হচ্ছে না। কি করব?

  20. NID কার্ড হারিয়ে গেলে reissue এর আবেদন করলে কি নতুন আইডি নম্বর দেয় নাকি আগের আইডি নম্বরই থাকে?

    আর যদি নতুন আইডি নম্বর দেয় তাহলে কি আগের আইডি নম্বর বন্ধ করে দেয় এবং আগের আইডি নম্বর যে সব জায়গায় ব্যাবহার করা হয়েছে সেসব জায়গায় কি স্বয়ংক্রীয়ভাবে নতুন আইডি নম্বর আপডেট হয়ে যায়, যেমন সিম রেজিস্ট্রেশন, মোবাইল ব্যাংকিং, সাধারণ ব্যাংকিং?

    বিনা টাকায় কি reissue korar kono উপায় আছে?
    আর reissue এর আবেদন করার পরে নির্বাচন কমিশন থেকে যে প্রিন্টেড লেমিনেটেড কপি দেওয়া হয় সেটি কি নিজ এলাকা থেকে না নিয়ে ঢাকায় নেওয়া যায়?

  21. আমার বড় ভাইয়ের ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে কোন নাম্বর জানা নেই সে ক্ষেত্রে কি করতে পারি

  22. মুহাম্মদ নাছির

    amar mrito abbar votar id card hariya gacha abog id number o jana ni tahala ki korta pari

  23. মুহাম্মদ নাছির

    আমার মৃত আব্বার ভোটার আইডি কার্ডটি হারিয়েছে । এখন আমি কি করবো

    1. সংশোধন এর জন্য জিডি করার প্রয়োজন নেই। জাতীয় পরিচয়পত্র নষ্ট হয়ে গেলে, হারিয়ে গেলে জিডি করতে হয়। ধন্যবাদ

  24. এনআইডি রি-ইস্যুর জন্য, আমার কাছে স্মার্ট কার্ড নন্বর এবং নরমাল কার্ড এর নন্বরও আছে, এই ক্ষেত্রে আমি কোন এনআইডি কার্ড এর নন্বরটি ব্যবহার করবো।

    1. আপনি যে কোন একটি নম্বর ব্যবহার করতে পারবেন। কোন সমস্য নেই। তবে আপনার কার্ডটি রি-ইস্যু হওয়ার পর 10 ডিজিট এর স্মার্ট নম্বর আসবে। তাই 10 ডিজিট এর নম্বর ব্যবহার করাই ভালো। ধন্যবাদ

  25. আমার কাছে স্মার্ট কার্ড নন্বর এবং নরমাল কার্ড এর নন্বরও আছে, এই ক্ষেত্রে আমি কোন এনআইডি কার্ড এর নন্বরটি ব্যবহার করবো।

  26. আমার স্মার্ট কর্ডাটা হারিয়ে গেছে।এখন আমি স্মার্ট কার্ডটিই কিভাবে পাব।আর স্মার্টটি পেতে কয় দিন লাগবে ; দয়া করে জানাবেন। আর নাকি স্মার্ট কার্ডটি কখনোই পাব না?একটু জানাবেন অনেক দরকার।

    1. আপনার স্মার্ট কার্ডটি এই মুহুর্তে পাবেন না। আপনি রি-ইস্যুর জন্য আবেদন করলে এখন নরমাল কার্ড পাবেন। এই মুহুর্তে নতুন করে স্মার্ট কার্ড প্রিন্ট হচ্ছে না। আপনি আবেদন করে রাখুন আর স্মার্ট কার্ডটি পেতে প্রায় 7/8 মাস সময় লাগতে পারে। ধন্যবাদ

  27. সামিরা

    আমি ২০২০ সালে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলাম। স্মার্ট পরিচয়পত্র বিতরণের আগে NID এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে আমার নামের বানানে ভুল দেখতে পাই, ২০২১ সালের জানুয়ারি মাসে অনলাইনে ভুল সংশোধনের আবেদন করি, এপ্রিলে সংশোধনীটি অনুমোদিত হয়। আজ স্মার্ট আইডি কার্ড নিতে নিবার্চন অফিসে গেলে আমাকে সংশোধন পূর্ববর্তী স্মার্ট আইডি কার্ড দেওয়া হয়, সংশোধিত স্মার্ট আইডি কার্ড পেতে আরো ১বছর বা তার কিছু বেশি সময় লাগবে বলে জানালেন অফিসের কর্মচারী। এক্ষেত্রে আমার করণীয় কী? সংশোধিত স্মার্ট আইডি কার্ড কখন পাব জানালে উপকৃত হব।

    1. বর্তমানে পুরাতন যারা এখনও স্মার্টকার্ড পাননি তাদের বিতরনের কাজ চলছে। স্পেশাল কোন কমিউনিটি/ব্যাক্তি ছাড়া সংশোধিত কার্ড স্মার্ট আকারে পাচ্ছে না। এটি আরোও লম্বা সময় লাগতে পারে। এই অবস্থায় আপনানি অনলাইন থেকে আপনার এনালগ জাতীয় পরিচয় পত্রটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ

  28. ভাই Nid কার্ডের সংশোধনের জন্য কি থানায় জিডি করতে হবে

    1. জি ভাই জিডি করতে হবে। আমাদের ওয়েবসাইটে জিডির ফর্মেট আছে সেটি ফলো করে একটি জিডি লিখে থানায় জমা দিলেই হবে। কোন ঝামেলা নেই।

  29. আমার এন আইইডি কার্ড হারিয়ে গেছে ফাইলসহ। সেখানেই এন আইডি কার্ডের ফটকপি ছিল। এখন আমার কাছে এন আইডি কার্ড নাম্বারটি নেই। সেক্ষেত্রে আমি কি ভাবে আমার এন আইডি কার্ড করতে পারি?

    1. সেক্ষেত্রে আপনার নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে গেলে আপনার জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য পেয়ে যাবেন। জাতীয় পরিচয় পত্র নম্বর, এরিয়া, এবং জন্ম তারিখ। সেখান থেকে সংগ্রহ করে অনলাইনে রিইস্যুর জন্য আবেদন করুন। 2 থেকে 10 দিনের মধে্য একটি আইডি কার্ড পেয়ে যাবেন। আর 10 থেকে 20 দিন এর মধ্যে নিকটস্থ নির্বাচন কমিশন অফিস থেকে আপনার আইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ

  30. স্মার্ট কার্ট টি আনতে গিয়েছিলাম।কিন্তু আমার স্মার্ট কার্ডটি নাকি প্রিন্ট হয় নাই। তার কারণ হিসেবে বলেছে আমার নামের মোঃ এর পরে নাকি স্পেস নাই। এজন্য প্রিন্ট হয় নাই।
    তাছাড়া আমার আইডি কার্ডে এছাড়াও কিছু ভুল আছে। যাই হোক স্মার্ট কার্ড না পেয়ে ফিরে আসার সময় নরমাল আইডি কর্ডটি হারিয়ে যায়। আইডি কার্ডের একটি ফটোকপি ছিল। ওইটা দিয়ে কম্পিউটারের দোকান থেকে আমার নরমাল আইডি কার্টটি ডাউনলোড দিয়ে প্রিন্ট করে নিয়েছি। তারপর কিছুদিন পরে আইডি কার্ডে থাকা ভুলগুলো সংশোধনের আবেদন করি। প্রায় আড়াই মাস হয়ে গেছে, এপ্লিকেশন এখনো পেন্ডিং দেখাচ্ছে বা মোবাইল এ কোনো মেসেজ আসছে না। এখন এ বিষয়ে জানতে চাচ্ছি যে, আমি ত জিডি করি নাই। এখন কোনো সমস্যা হবে?

    1. যদি আপনার আইডি কার্ড এর আবেদন পেন্ডিং থাকে তাহলে আপনি আপনার নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করেন। আপনার আবেদন টি যদি এ গ্রেডে থাকে তারা আপনার আবেদনটি এপ্রোভ করে দেবে আর যদি বি গ্রেডে থাকে তাহলে সেটা জেলা অফিস ভিউ করবে। আর যদি সি গ্রেডে থাকে তাহলে সেটা বিভাগীয় অফিস রিভিউ করবে। বি এবং সি গ্রেডে থাকা আবেদন একটু বেশি সময় লাগে। ধন্যবাদ।

  31. আমার নরমাল আই ডি কাডে বয়স ভুল ছিলো আমি যখন সবকিছু তর্থ দিলাম নিঃর্বাচন অফিসে আমার বয়স ঠিক হলে কিন্তু আই ডি নং চেঞ্জ হলো এখন আমার যে আগের আই ডি নং দিয়ে আবেদন করা সে ক্ষত্রে আমার কি কোনো সমস্যা হবে জানালে খুশি হতাম

    1. আপনার প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনার পূর্বের নম্বর এবং বর্তমান দিয়ে অনলাইনে সার্চ করলে একই তথ্য আসবে। আপনার দুইটা নম্বর (17ডিজিট এবং 10 ডিজিট) যেকোনটা ইউজ করতে পারবেন। কোন সমস্য হবে না। এটা টেনশন এর কোন কারন নেই। ভাল থাকবেন।

  32. মোহসিনা

    এনআইডি কার্ডে অপ্রকিস্থিতা আসছে এখন কি করব। ভাইয়া

    1. আপনার কমেন্টটি বুঝতে পারিনি। একটু বুঝিয়ে বলবেন?

  33. hussain ahmed

    এনআইডি হারানোর জিডি অ্যাপ্লিকেশনটি পিডিএফ ফাইলটি দিন

  34. হাসান

    আমার আইডি কার্ড হারিয়ে গেছে। আমার জন্মনিবন্ধন দিয়ে আইডি কার্ড এর তথ্য পূরণ করা হয়ছিল। আমার আইডি কার্ড এর কোনো কপি বা কার্ড নাম্বার আমার কাছে দূর্ভাগ্যবশত নেই। এখন আমি কিভাবে আমার আইডি কার্ড পেতে পারি। সঠিক তথ্য দিয়ে সাহায্য করলে খুব উপকৃত হব।

    1. আপানার নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে গেলেই আপনার তথ্য খুজে পাবেন।

  35. হারানো আইডি কার্ড পাওয়ার আমি সব পর্যায় সম্পন্ন করেছি। আজ ২১ দিন হয়েছে, কোনো এসএমএস আসে নাই। ওয়েবসাইটে লগইন করলে “আপনার একটি আবেদন পেন্ডিং এ আছে” দেখায়। পেমেন্ট, তথ্য সব কিছুই ঠিক মত দিয়েছি।
    এখন কথা হচ্ছে ২১ দিন হওয়ার পরও কেনো ডুপ্লিকেট কপি পাই নি।

    1. এক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ নিরবাচন কমিশনে গিয়ে যোগাযোগ করেন। এরকম আবেদনে 3 থেকে 10 দিন সময় যতেষ্ঠ।

          1. আপনি থানায় একটি জিডি করে অনলাইনের মাধ্যমে আবেদন করে একটি কার্ড উঠিয়ে নিতে পারবেন। ধন্যবাদ

  36. ইমরান আহমেদ

    আসসালামু-আলাইকুমঃ-
    আমার প্রশ্নটি ভাল ভাবে পড়ে আমাকে সটিক একটা সিদ্বান্ত দিবেন।
    প্রশ্নঃ আমার ভোটার তথ্য হালনাগাত এর সময় আমি ভালো ভাবে আমার সকল তথ্য তাদের কে দেই।
    কিন্তু যখন স্মার্ট কার্ড টি আমার হাতে পাই তখন আমি দেখি আমার সকল তথ্য টিক টাক কিন্তু জন্মস্তান টি সটিক ছিলনা। দেয়ার কতা সিলেট ওরা দিয়য়েছে (সিরাজগঞ্জ) এখন আমি এই NID দিয়ে পাসপোর্ট করি পাসপোর্টে আবার জন্মস্তান দেয়া আছে (মৌলভীবাজার) (NID তে দেয়া জন্মস্তান সিরাজগন্জ-পাসপোর্টে দেয়া-মৌলভীবাজার) এখন এক্ষেএে কী আমার কোন ধরনের সমস্যা হবে।
    যদি সমস্যা হয় তাহলে কী করনীয়?
    এখন এক্ষেএে কী আমার কোন

  37. ভাইয়া, গতকাল ০৪/০৭/২১ এ ফটোকপি করতে যাওয়ার সময় আমি আমার বাবার smart Nid card টি হারিয়ে ফেলেছি এবং থানায় জিডিও করেছি, এখন আপনার কাছে জানতে চাই আমি কি পুনরায় Smart Card টি পাবোনা ? আর যদি পেতে হয় তাহলে আপনি যেই মাধ্যম গুলো দিয়েছেন তার বাহিরে কিছু করতে হবে?

    1. জাতীয় পরিচয় পত্র রি-ইস্যু করলে বর্তমানে শুধুমাত্র নরমাল লেমিনেটিং কার্ড পাবেন। স্মার্ট কার্ড রিইস্যু এখনও ঐভাবে চালু হয়নি। রি-ইস্যু করে আপনার স্মার্ট কার্ড পাওয়াটা সময় সাপেক্ষ বেপার। ধন্যবাদ

  38. ইমরান আহমেদ

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
    আানার মাধ্যেমে অনেক উপকৃত হইছি।
    আপনার ফেইসবুক পেজের লিংক টা……প্লিজ

  39. ইমরান আহমেদ

    আমার হারানো NID কার্ড টি রি-ইস্যুর জন্য আবেদন করি।
    এখন আমি কী ভাবে চেক করবো যে আমার আবেদন টি সফল ভাবে সম্পন্ন হয়েছে।

    1. আপনার জাতীয় পরিচয় পত্রের প্রোফাইল গিয়ে রি-ইস্যু বাটুনে ক্লিক করে দেখুন সেখানে লেখা আছে “আপনার একটি আবেদন পেন্ডিং আছে”। এই মেসেজ থাকলে বুঝবেন আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে। আপনার আবেদনব অনুমোদন হলে মেসেজ পাবেন। তখন আপনার জাতীয় পরিচয় পত্রের প্রোফাইল গিয়ে ডাউনলোড বাটুনে ক্লিক করে ডাউনলোড করে নিবেন।
      ধন্যবাদ

  40. জিডি কি নির্বাচন এলাকার থানায় করা বাধ্যতামূলক নাকি যেকোন থানায় বা যে এলাকায় হারিয়েছে সেখানে করলেই হবে?

    1. যেকোন জায়গায় করতে পারবেন। নির্বাচনী এলাকায় বাধ্যতামুলক নয়। তবে যে এলাকায় হারিয়েছে সেই এলাকায় করবেন।

  41. ইমরান আহমেদ

    আমি আমির কমেন্ট কুজে পাচবজি না

    1. আপনি যে পোষ্টে কমেন্ট করেছেন সেই পোষ্টের নিচে দেখেন পাবেন।

  42. ইমরান আহমেদ

    স্মার্ট কার্ট হারিয়ে যাওয়ার পর (রি-ইস্যু) করে রেগুলার অনলাইন কপি ডাউনলোড করার পর আমি কি আমার পাসপোর্ট রিনিউ করতে পারবো।এতে কোনো ধরনের সমস্যা হবে??

    1. হ্যা পারবেন। পাসপোষ্ট রি-ইস্যু সহ সকল ধরনের কাজ করত পারবেন। কোন সমস্য হবে না।

      1. ইমরান আহমেদ

        আপনাকে অস্যংখ ধন্যবাদ ভাই অনেক সুন্দর করে বুঝানোর জন্য

          1. প্রথম ভোটের রে এই নামে সাহিদা আক্তার বলেছেন তার সিলিপে হারিয়ে গেছে কোথায় পাওয়া যাবে না কি করতে হবে

  43. ইমরান আহমেদ

    NID হারিয়ে গেলে।রি ইস্যু করে ডুপ্লিকেট কপি ডাউনলোড করার পর কী আমি আমার নির্বাচনি এলাকার নির্বাচন কমিশন অথবা, উপজেলা নির্বাচন অফিস থেকে অরিজিনাল প্রিন্টেড কার্ড টি পাবো?? অথবা,স্মার্ট কার্ড দ্বিতীয় বার পাওয়ার সম্বাভনা আছে? যদিও পাই তা কী ভাবে বুঝবো যে আমার কার্ড টি নির্বাচন অফিসে আছে। প্লিজ দয়া করে আমাকে উওর টা জানাবেন (ই-মেইল-&-রিপ্লাই)প্লিজ।

    1. আপনার কার্ডটি যদি রি-ইস্যু করেন তাহলে তাৎক্ষনিক ভাবে একটি ডাউনলোড প্রিন্টিড কপি পাবেন যা অরিজিনাল আইডি কার্ড এর মতো লেমিনেশন করে ব্যবহার করতে পারবেন। এবং রি ইস্যুর আবেদন অনুমোদন হওয়ার 10 থেকে 15 দিন পর নিকটষ্ট নির্বাচন কমিশন থেকে একটি লেমিনেটেড কার্ড আপনাকে দেওয়া হবে। এ ক্ষেত্রে আপনাকে নির্বাচচন কমিশনে খোজ খবর রাখতে হবে।
      আর এই মুহুর্তে রি-ইস্যু করে স্মার্ট কার্ড পাবেন না। যদি পূর্বে স্মার্ট কার্ড না পেয়ে থাকেন তাহলে আপনার স্মার্ট কার্ডটি বিতরণের সময় পাবেন।

      1. আমার কার্ড প্রদানের তারিখ ১৪/০৮/২০১৮ সালে। তা এখন আইডি কার্ড হারিয়ে ফেলি, ১ দিন পূর্বে থানায় জিডি করি। জিডির কপি পাই। সেটা নিয়ে নির্বাচন অফিসে যাই তারা কপি তে সত্যায়িত করেনি। বরং ফটোকপি রেখেছে ওই জিডি কপির, তারপর বললো জিডি কপি দেখিয়ে নাকি আগের আইডি কার্ড তুলতে পারবো। কিন্তু আমার তো স্মার্টকাড লাগতো। আমি কি স্মার্টকাড পাবো না।
        কারন আমার হারিয়ে যাওয়া আইডি কার্ডটায় লেখা :- Temporary National ID card
        আমি এখনো আইডি কার্ড তুলি নি তা আইডি কার্ড যে কোন সময় তুলা যাবে কিনা। আর আইডি কার্ড তুললে আমাকে স্মার্টকাড কবে নাগাত দিতে পারে বিস্তারিত খোলাসা করে জানাবেন। 🤔

  44. Md Imdad Rahman

    আমি আমার স্মার্ট কার্ডে আমার মাতার নাম সংশোধন করবো। সংশোধন করলে আমি কি আবার পুনরায় স্মার্ট কার্ড পাবো? আবেদনের ধরন এর মধ্যে কোনটা সিলেক্ট করবো? রেগুলার নাকি রেগুলার স্মার্ট কার্ড। যদি রেগুলার স্মার্ট কার্ডে সিলেক্ট করি তাহলে কি আমাকে পুনরায় স্মার্ট কার্ড দিবে…?
    আর এতে কত দিন সময় লাগবে?
    প্লিজ হেল্প

    1. রেগুলার স্মার্ট কার্ড সংশোধনের পর এখনও দেওয়া শুরু হয়নি। তাই রেগুলার কার্ড নিতে হবে। ধন্যবাদ

  45. Shajedul Haque Khan

    থানা থেকে জিডি নেয়ার পর রেজিস্টেশনের সময় সব তথ্য সঠিকভাবে দেয়ার পরেও দেখাচ্ছে এন আইডি নম্বর কখনো জন্ম তারিখ সঠিক নয়।এখন আ্যকাউন্ট টি লক হয়ে গিয়েছে।এখন কি করতে পারি দয়া করে বলবেন।

    1. তিনবার এর বেশি ভুল তথ্য দিলে একাইন্ট 24 ঘন্টার জন্য লক হয়। আপনার জাতীয় পরিচয় পত্র এবং জন্ম তারিখ মিল না হলে নিকটস্থ নির্বাচন কমিশনে গিয়ে আপনার সঠিক তথ্য খুজে নিন। তারা আপনার তথ্য আপনাকে যে কোন সময় দেবে। এ নিয়ে চিন্তার কোন কারন নেই।

      ধন্যবাদ

  46. Md. Alamgir Hossain

    আমার নরমাল কার্ড হারিয়ে গেছে। থানায় জিডি করেছি। আগামী ২৬ তারিখ আমাদের স্মার্ট কার্ড বিতরনের সময়। কিন্তু পুরাতন কার্ড ছারা ত স্মার্ট কার্ড দিবে না। এখন আমি কি করতে পারি??

    1. পুরাতন কার্ড ছাড়াও আপনাকে স্মার্ট কার্ড দেবে। আপনি জিডির কপিটা শো করবেন। কোন সমস্য হবে না ভাই। নিশ্চিন্ত থাকুন

      1. ভাই আমার ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে ।এখন আমার কাছে কোন ফটো কপি নাই, ভোটার আইডি নং জানি না এখন কি ভাবে ভোটার আইডি উঠানো যাবে?

  47. Sakhawat hossain

    আমার ভোটার নিবন্ধন স্লিপ হারিয়ে গেছে। এক্ষেত্রেও কি জিডি করতে হবে?

    1. আপনার যদি ভোটার স্লিপ হারিয়ে যায় তাহলে স্বসরিসে আপনার আঞ্চলিক অফিসে গিয়ে কথা বলেন। তারা আপনার ভোটার আইডি নম্বর বের করে দেবে। এবং সেই ভোটার আইডি নম্বর দিয়ে অনলাইন থেকে আপনার এন আইডি ডাউনলোড করে নিন। এক্ষেত্রে আপনার কো টাকা খরচ হবে না।
      ধন্যবাদ

      1. প্রথম ভোটের রে এই নামে সাহিদা আক্তার বলেছেন তার সিলিপে হারিয়ে গেছে কোথায় পাওয়া যাবে না কি করতে হবে

  48. সাইফুল ইসলাম

    স্মার্ট আইডি কার্ড হারানোর পর নরমাল আইডি কার্ড পাইসি, আমি পরবর্তী স্মার্ট কার্ড কবে পাবো? অথবা পাওয়ার প্রসেস কিছু আছে কি?

    1. আপনি স্মাট কার্ড রি-ইস্যু এর জন্য আবেদন করলে প্রথমে একটি নরমাল কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং পরবর্তীতে 2 থেকে 3 মাসের মধ্যে একটি প্রিন্টেড কার্ড আপনার নিকটস্ত নির্বাচন কমিশন অফিসে আসবে। আপনি সেটি রিসিভ করবেন। ধন্যবাদ।

  49. আমি ফর্ম ডাউনলোড দিয়েছি।
    ফর্মে অনেকগুলো তথ্যের ঘর খালি।
    যেমন টাকা জমা দিয়েছি সেই ঘরটাও খালি এখন কি করতে হবে?

    1. আপনি একটি জিডি লিখেন এবং সেটা থানায় জমা দিন। অতপর অনলাইনে রি ইস্যুর জন্য আবেদন করুন। 2 থেকে 5 দিনের মধ্যেই আপনার আইডি কার্ড পেয়ে যাবেন।

      1. আমার অরিজিনাল স্মার্ট কার্ড হাড়িয়ে গেছে! আমার কাছে ফট কফি আছে! আমি যদি এখন জিডি করে অনলাইনে আবেদন করি তাইলে দ্বিতীয় বারের মত অরিজিনাল স্মার্ট কার্ড পাবো!

      2. আমার আইডি কাড হারিয়ে গেছে নাম্বার নাই কিকরবো

    1. সাদেক হোসেন

      রিইস্যু করলে কী আমি অনলাইন থেকে সাধারণ এনআইডি সংগ্রহ করতে পারবো নাকি স্মার্ট কার্ড ও অনলাইন থেকে সংগ্রহ করতে পারবো?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top