ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কী?

ফ্রিল্যান্সিং-এর ভবিষ্যৎ এক কথায় অনেক ভালো।  কারণ যত দিন যাচ্ছে পৃথিবী ততই উন্নত হচ্ছে।  মানুষের বিভিন্ন রকম চাহিদা বাড়ছে।  বিভিন্ন নতুন নতুন কোম্পানি গঠন হচ্ছে।  নতুন নতুন প্রোডাক্ট আসছে।  যেসব জিনিসের সাথে রয়েছে আইসিটির গভীর সম্পর্ক।

এখন আইসিটি ছাড়া যেহেতু কোনো কোম্পানিকে কল্পনা করা যায় না, ঠিক তেমনি সেই কোম্পানির অনেক কাজকর্ম করার জন্য মানুষের প্রয়োজন হবে।  আর কোম্পানিগুলো তাদের পে-আউট বা কর্মচারীদের স্যালারি যা দিয়ে থাকে তা কমানোর জন্য করছেন দিনের পর দিন।

এভাবে যত দিন যাচ্ছে তত বেশি ফ্রিল্যাসসার তৈরি হচ্ছে এবং বায়ারের সংখ্যা বাড়ছে।  তাই বর্তমানে কিন্তু কমপিটিশন অনেক বেশি এবং আগের মতো আর এই ব্যাপারটি সহজ নেই। ভালো ক্ষিলওয়ালা মানুষের অভাব নেই এই পৃথীবিতে এখন। তাই আপনাকে নিজের স্কিলকেও খুব ভালোভাবে ডেভেলপ করে নিতে হবে।  নয়তো অল্প কিছু স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং পেশায় আসতে গেলে আপনি দু-দিনেই ঝরে পড়বেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap