যেসব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

বর্তমানে সময়ে স্মার্টফোন নেই এমন মানুষ খুঁজে পাওয়া বেস কষ্টকর। তবে স্মার্টফোন আর আগের মত নেই বললেই চলে।একে অপরের সাথে যোগাযোগও এখন আর শুধু ফোন কলে সীমাবদ্ধ নেই। বেশ বৈচিত্র্য এসেছে ফোন ব্যবহারে। বিশেষ করে যারা পুরান ফোন ব্যবহার করতে বেশি পছন্দ করেন।অনেকগুলো সফটওয়্যার এর মধ্যে  হোয়াটসঅ্যাপ অন্যতম।

আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোন গুলোতে আর এই অ্যাপ ব্যবহার করা যাবে না। তাই যারা এখনও আগের পুরোনো স্মার্টফোন ব্যবহার করেন তারা এই  জনপ্রিয় সেবাটি আর ব্যবহার করতে পারবেন না।

শুধু তাই নয়, আইওএস ৮ অথবা পুরোনো অপারেটিং সিস্টেমের আইফোনে এই চলতি বছরের শেষেই বন্ধ হয়ে যাচ্ছে এই সেবাটি। এ ছাড়াও যারা অ্যান্ড্রয়েড ২.৩.৭ অথবা তার চেয়ে পুরোনো সংস্করণের ব্যবহার করেন তারাও ফোনে চালাতে পারবেন না হোয়াটসঅ্যাপ। এসব ফোন ছাড়াও যেসব ফোনে হোয়াটসঅ্যাপ চালানো যাবে না এর মধ্যে রয়েছে আইফোন ৫-এর নিচের সব সংস্করণ, সব মাইক্রোসফট লুমিয়া স্মার্টফোন, এইচপি এলিট স্মার্টফোন, ২০১০ সালের আগে বাজারে আসা সব ধরনের অ্যান্ড্রয়েড ফোন। অ্যানড্রয়েড ফোনের মধ্যে রয়েছে গুগল নেক্সাস ওয়ান, স্যামসাং এপিক ফোরজি, মটোরোলা ড্রয়েড এক্স প্রভৃতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top