ভিসা ছাড়া বাংলাদেশ থেকে কোন কোন দেশে যাওয়া যায়

ভিসা ছাড়া কোন কোন দেশে যাওয়া যায় : আপনি যদি বাংলাদেশ থেকে ভিসা ছাড়া যেতে চান? তাহলে আজকের এই পোস্ট শুধু মাত্র আপনার জন্য।

আমাদের মধ্যে অনেক লোক আছে, যারা বিভিন্ন দেশে যেতে আগ্রহী থাকে। কিন্তু ভিসা করার মতো সামর্থ না থাকায় তাদের স্বপ্ন, স্বপ্নই থেকে যায়।

তাই আপনার আশা পূরণ করার জন্য আমরা এখানে আপনাকে জানিয়ে দেব, ভিসা ছাড়া বাংলাদেশ থেকে কোন কোন দেশে যাওয়া যায়।

ভিসা ছাড়া বাংলাদেশ থেকে কোন কোন দেশে যাওয়া যায়
ভিসা ছাড়া বাংলাদেশ থেকে কোন কোন দেশে যাওয়া যায়

আমরা এখানে সেই দেশ গুলোর একটি তালিকা যুক্ত করব। সেই তালিকায় যে সকল দেশের নাম উল্লেখ করা হবে। সেই সকল দেশে আপনি ভিসা ছাড়াই গমন করতে পারবেন।

তো আপনি যদি ভিসা ছাড়া বাংলাদেশ থেকে কোন কোন দেশে যাওয়া যায় সম্পর্কে জানতে চান। তারা আমাদের দেওয়া আর্টিকেলটি শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।

আমাদের আর্টিকেল দেখে অনেকের প্রশ্ন হতে পারে যে, ভিসা ছাড়া বাংলাদেশ থেকে কোনো দেশে যাওয়ার বিষয়টি আসলে পাসপোর্ট এর র‌্যাংকের উপর কি ভিত্তি করে।

এছাড়া উক্ত পাসপোর্ট এর র‌্যাংক গুলো কারা প্রদান করে? তো আমি এই প্রশ্নের উত্তরে বলব আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অথরিটি উক্ত র‌্যাংক প্রদান করেন।

আর এই র‌্যাংক প্রতি বছর নতুন করে প্রকার করা হয়ে থাকে। আর ভালো লাগার মতো বিষয় হচ্ছে ২০২২ সালের তালিকা অনুযায়ী আমাদরে বাংলাদেশে ই পাসপোর্ট এর রেংকিং হচ্ছে ৮৯ তম।

যার জন্য এখন আমরা ভিসা ছাড়া অনেক গুলো দেশে ভ্রমণ করতে পারবো।

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া যাওয়া যাবে যে সকল দেশে

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া যাওয়া যাকে যে, সকল দেশে এই বিষয় জানার আগে আপনাকে জেনে নিতে হবে। যে, আমাদের দেশের পাসপোর্ট গ্লোবাল র‌্যাংক অনুযায়ী হয়ে থাকে।

একজন বাংলাদেশি বর্তমানে মোট 46 টি দেশে ভিসা ছাড়া গমন করতে পারবেন। আরও অবার করার মতো কথা হলো, বর্তমান সময়ে এই 46 টি দেশ এর মধ্যে সর্বমোট 12 টি দেশ আছে। যে গুরোতে কোন প্রকার ভিসা করার দরকার হয় না। আর এগুলো ছাড়া যে বাকি দেশ গুলো আছে।

সে গুলোতে অবশ্যই অ্যারাইভাল ভিসা ও ইটিএ’র দরকার হবে।

তো বন্ধুরা চলুন সেই দেশ গুলো সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। যে দেশ গুলোতে একজন বাংলাদেশের মানুষ কোন প্রকার ভিসা ছাড়াই যেতে পারবেন।

বাংলাদেশ থেকে কোন কোন দেশে যাওয়া যায় (তালিকা দেখুন)

আপনার কাছে যদি একটি পাসপোর্ট থেকে থাকে। তবে আপনি সেই পাসপোর্ট এর মাধ্যমে অনেক গুলো দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন।

মূলত, এই সকল দেশ কে বলা হয় ভিসা ফ্রি দেশ। তো চলুন এখন উক্ত তালিকা থেকে জেনে নেওয়া যাক যে দেশে ভিসা ছাড়া যাওয়া যাবে।

যে দেশে ভিসা ছাড়াই যাওয়া যাবে।

যেমন-

  • ভুটান : ১৪ দিনের জন্য ভিসা ফ্রি।
  • ফিজি : ১২০ দিনের জন্য ভিসা ফ্রি।
  • ডোমিনিকা : ১৮০ দিনের জন্য ভিসা ফ্রি।
  • গ্রেনাডা : ৯০ দিনের জন্য ভিসা ফ্রি।
  • লেসোথো : ভিসা ফ্রি।
  • সেন্ট কিটস এবং নেভিস : ৯০ দিনের জন্য ভিসা ফ্রি।
  • ভিনসেন্ট ও গ্রেনাডাইনস : ৩০দিনের জন্য ভিসা ফ্রি।
  • হাইতি : ৯০দিনের জন্য ভিসা ফ্রি।
  • গাম্বিয়া : ৬০ দিনের জন্য ভিসা ফ্রি।
  • ত্রিনিদাদ ও টোবাগো : ভিসা ফ্রি।
  • বাহামা : ৯০ দিনের জন্য ভিসা ফ্রি।
  • বার্বাডোস : ১৮০ দিনের জন্য ভিসা ফ্রি।

মূলত, আপনার নিকট যদি পাসপোর্ট থেকে থাকে। সেই পাসপোর্ট এর মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে যে সকল দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন। সেই দেশ গুলোর একটি তালিকা উপরোক্ত আলোচনাতে উল্লেখ করেছি।

আপনারা উক্ত দেশে ভ্রমণ করার সময় আপনার কোন প্রকার এর ভিসা করার প্রয়োজন হবে না।

কিন্তু আপনি উক্ত দেশ গুলোতে নির্দিষ্ট সময় পর্যন্ত ভিসা ছাড়াই থাকতে পারবেন। উক্ত কোন দেশে কত দিন থাকতে পারবেন। সেটি উক্ত তালিকায় দেওয়া আছে।

যেসব দেশে অন-অ্যারাইভাল ভিসা নিয়ে যেতে পারবেন ?

বর্তমানে এমন অনেক দেশ আচে। যে গুলোতে আপনি অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে যেতে পারবেন। যদি আপনি বাংলাদেশি নাগরিক হয়ে থাকে।

আপনার কাছে যদি পাসপোর্ট থাকে। তবে আপনি নিচে দেওয়অ দেশ গুলোতে কোন প্রকার ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন।

তো চলুন এখন উক্ত দেশ গুলোর সম্পর্কে জেনে নেওয়া যাক।

এ্যাঙ্গোলা  আগমন এর পূর্বে ভিসা
বলিভিয়া  আগমনের ভিসা ই- ভিসা- ৯০ দিন
বুরুন্ডি  আগমনের ভিসা- ৩০ দিন
কম্বোডিয়া  ই-ভিসা- ৩০ দিন
কেপ ভার্দে  আগমনের ভিসা (সহজ)
কোমোরোস  আগমন- ৪৫ দিন ভিসা
কঙ্গো  ই-ভিসা- ৯০ দিন
জিবুতি   ই-ভিসা
ইথিওপিয়া   ই-ভিসা
গ্যাবন   ই-ভিসা
গিনি   ই-ভিসা- ৯০ দিন
গিনি বিসাউ  আগমনের ভিসা- ই-ভিসা- ৯০ দিন
কেনিয়া  ই-ভিসা- ৯০ দিন
মাদাগাস্কার  আগমনের ভিসা- ই-ভিসা- ৯০ দিন
মালাউই  ই-ভিসা- ৯০ দিন
মালদ্বীপ  আগমনের ভিসা- ৩০ দিন
নেপাল  আগমনের ভিসা- ৯০ দিন
নাইজেরিয়া  আগমনের পূর্বে ভিসা
রুয়ান্ডা  আগমনের ভিসা- ই-ভিসা- ৩০ দিন
সামোয়া  আগমনের ভিসা- ৬০ দিন
সেশেলস  পর্যটক নিবন্ধন- ৯০ দিন
সিয়েরা লিওন  আগমনের ভিসা- ৩০ দিন
সোমালিয়া  আগমনের ভিসা- ৩০ দিন
দক্ষিণ সুদান  ই-ভিসা
সুরিনাম  ই-ভিসা
তিমুর-লেস্তে  আগমনের ভিসা-৩০ দিন
টুভালু  আগমনের ভিসা- ৩০ দিন
উগান্ডা  ই-ভিসা
উজবেকিস্তান  ই-ভিসা- ৩০ দিন

আপনি যদি ভিসা ছাড়া কোন দেশে ভ্রমণ করতে চান। তাহলে উক্ত দেশ গুলোর মধ্যে যে কোন একটি সিলেক্ট করতে পারবেন। আর এই দেশ গুলোতে অ্যারাইভাল ভিসার মাধ্যমে যেতে পারবেন।

শেষ কথাঃ

তো আজ আমাদের এই পোস্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হলো ভিসা ছাড়া বাংলাদেশ থেকে কোন কোন দেশে যাওয়া যায়।

আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন। তারা যে, কোন একটি দেশ বেছে নিয়ে ভ্রমণ করতে পারেন।

আমাদের লেখাটি আপনার কাছে কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই সাইট থেকে বিভিন্ন পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত তথ্য পেতে ভিজিট করুন ধন্যবাদ।

Leave a Comment