কিভাবে একজন নাগরিক হিসাবে একটি সিমকার্ড রেজিস্ট্রেশন বা বাতিল করার ক্ষমতা সবার আছে। কিন্তু অনেকেই সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম না জানার কারনে নানাবিধ সমস্যার সম্মূখিন হয়।
বর্তমানে বাংলাদেশে টেলি কমিউনিকেশন বিটিসিএল এর নিয়ম অনুযায়ী একজন ব্যাক্তি সর্বোচ্য 10 টি সিম রেজিস্টার করতে পারবে। অনেকের এসিম কার্ড হাড়িয়ে যায় তখন সেই সিম রিপ্লেস অথবা ডি একটিভেট করে রাখাটা আপনার জন্য নিরাপদ।
আবার অনেকেই জানেনই না তার নাতে কয়টি সিম রেসজিস্টার আছে। বাংলাদেশে একটি কমন সমস্যা রয়েছে কোন ব্যক্তির অজান্তে তার নামে ভুয়া সিম কার্ড রেজিস্টার করে সেটা বিভিন্নরকম অনৈতিক কাজ, বা ক্রাইম এর মতো জঘন্য কাজ করে থাকে। এনসকল সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অবশ্যই সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম ও সিম সম্পর্কে আরও খুটিনাটি বিষয় জানা থাকা জরুরী।
নিজে কিভাবে একটি সিম রেজিস্ট্রেশন বাতিল করতে হয়, আমার নামে কয়টি সিম আছে সেটা জানার উপায়, কখন সিম রেজিস্টার বাতিল করবেন, অব্যবহৃত সিম রেজিস্ট্রেশন বাতিল না করলে আপনি যে সকল সমস্যায় পড়তে পারেন এই বিষয়গুলি এখানে ক্লিয়ার করে আলোচনা করা হয়েছে।

সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম
কখন সিমকার্ড রেজিস্টেশন বাতিল করতে হয়
সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম : বর্তমান সময়ে, আমাদের সিম কার্ড যদি কোন কারনে হারিয়ে যায়। তবে আমরা অনেকেই সেই সিম কার্ড এর রেজিস্ট্রেশন বাতিল করি না। যার ফলে পরবর্তী সময়ে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়।
অথবা আপনার অজান্তে যদি কেউ আপনার নামে সিম কার্ড ব্যবহার করে তাহলে দ্রুত আপনাকে সেটা বন্ধ করে দিতে হবে। অন্যথ্যায় কোন ধরনের সাইবার ক্রাই হলে আপনি ফেসে যেতে পারেন।
কিভাবে জানবো আমার নামে কয়টি সিম রেজিস্টার করা আছে?
আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেটি সবার আগে যাচাই করতে হবে।
ডায়াল এর মাধ্যমে সিম চেক:
আপনার মোবাইলে অপশনে গিয়ে *16001# ইউএসএসডি কোড ডায়াল করলে একটি মেসেজ দিয়ে আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার নামে কতটি সিম রেজিস্টার করা আছে।
My BL এপ এর মাধ্যমে সিম চেক:
অথবা আপনি যদি বাংলালিংক এপ (MyBL) ব্যবহার করে থাকেন তাহলে প্রথমে উপরে ডানপাশে থাকা 3line এর উপর ক্লিক করলে নিচের মতো ছবে আসবে। এখান থেকে My Sim List এ ক্লিক করে আপনার NID এর লাস্ট 4 ডিজিট দিলেই আপনার নামে রেজিস্টার করা সকল সিম দেখতে পাবেন।

My GP এপ এর মাধ্যমে সিম চেক:
আর আপনি My GP এপ ব্যবহার করেন তাহলে নিচের মেনুবার থেকে Service মেনুতে যেতে হবে তারপর My Sims এক ক্লিক করে NID এর লাস্ট 4 ডিজিট দিলেই আপনার সকল জিপি নম্বর ও অন্যান্য নম্বর দেখাবে।
অপরিচিত নম্বর থাকলে কি করবো
সেম চেক করার পর যদি দেখা যায় এমন কোন নম্বর আমার NID দ্বারা রেজিস্টার করা বাট সেটা আমি চিনি না বা চালাই না তাহলে ইমিডিয়েট সেটা বন্ধ করে দিতে হবে।
তার মানে আপনি ভেবে নিবেন যে, আপনার সিম গুলো অন্য কেউ ব্যবহার করছে। তাই অপ্রয়োজনীয় অতিরিক্ত সিম বন্ধ করে দেবেন।
তো সিম কার্ড কিভাবে বন্ধ করবেন। সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম কি এ বিষয়ে অনেকেই জানেন না।
তাই আমাদের আজকের এই আর্টিকেলে আপনাদের সাথে আলোচনা করব। সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
তোর সিম রেজিস্ট্রেশন বাতিল সম্পর্কে সঠিক ধারণা পেতে, আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়তে থাকুন।
সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম
সিম রেজিস্ট্রেশন বাতিল করার জন্য আপনাদেরকে আগে যে বিষয় গুলো জানতে হবে সেটি হচ্ছে সিম কার নামে রেজিস্ট্রেশন করা রয়েছে। সিম রেজিস্ট্রেশন চেক কিভাবে করবেন এ বিষয়ে আমরা পর্বের একটি আর্টিকেলে জানিয়ে দিয়েছি সেটি আপনারা ভিজিট করে পড়ে নিতে পারেন।
কিন্তু আমি এখানে সংক্ষিপ্তভাবে আপনাকে জানাবো। আপনার মোবাইলে অপশনে গিয়ে *16001# ইউএসএসডি কোড ডায়াল করে।
আপনার জাতীয় পরিচয় পত্র এর সর্বশেষ চার সংখ্যা বসিয়ে দিবেন। তারপর আপনারা জানতে পারবেন। আপনার এন আইডি কার্ড দিয়ে সর্বমোট কয়টি সিম গ্রহণ করা হয়েছে।
আপনি যদি দেখেন আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে অনেক গুলো সিম উত্তোলন করা হয়েছে।
সেক্ষেত্রে আপনি সেই সিম গুলোর রেজিস্ট্রেশন বাতিল করার জন্য কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে পারবেন। সে বিষয় নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব।
হেল্প লাইনে কল করে রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম
আপনার জাতীয় পরিচয় পত্র কার্ড দিয়ে তোলা একটি সিম আপনার কাছে রয়েছে। আপনি এখন চাচ্ছেন সেই সিমটি বন্ধ করে দিতে। সেক্ষেত্রে আপনি সেই সিম থেকে হেল্পলাইন নাম্বারে কল করবেন।
আপনারা হেল্প লাইনে কল করার পর, তিনি আপনার কাছে জানতে চাইবে, আপনার আইডি কার্ডের প্রামাণতা।
আপনি আইডি কার্ডের নাম্বার যা জানতে চাইবে সেটি সঠিকভাবে বলবেন। আপনার সিম রেজিস্ট্রেশন বাতিল করে দিবে।
সিম কাস্টমার কেয়ার এগিয়ে রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম
আপনার সিম যদি কোন কারনে হারিয়ে যায় বা অন্য কেউ আপনার সিম ব্যবহার করে সেক্ষেত্রে আপনি জাতীয় পরিচয় পত্রের প্রমাণ সাথে নিয়ে নিকটবর্তী কাস্টমার কেয়ারে যাবেন।
তারপর সিম রেজিস্ট্রেশন বাতিল করার বিষয়ে তাদেরকে অবগত করবেন। আপনার কাছ থেকে এনআইডি কার্ডের প্রমাণ নিয়ে, আপনার সিম রেজিস্ট্রেশন বাতিল করে, দিতে সহায়তা করবে।
বাংলালিংক সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম
আপনি যদি বাংলালিংক সিমের একজন গ্রাহক হয়ে থাকেন এবং সিম রেজিস্ট্রেশন বাতিল করতে চান?
তাহলে আপনার জাতীয় পরিচয় পত্র কার্ড নিয়ে, নিকটবর্তী বাংলালিংক সিম কাস্টমার কেয়ারে যোগাযোগ করে। তাদেরকে সিম রেজিস্ট্রেশন বাতিল করার বিষয়ে জানাবেন।
তারপর তারা আপনার আইডি কার্ড যাচাই করে, সিম রেজিস্ট্রেশন বাতিল করে দেবে।
রবি সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম
আপনারা বাংলালিংক সিম যেভাবে নিকটবর্তী কাস্টমার কেয়ারে গিয়ে, আইডি কার্ডের সিম রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন। সিম বাতিল করার সময় অবশ্যই আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট নেবে। আপনি সাথে সাথে চেক করে দেখতে পারবেন আপনার সিমের লিস্টে আর সেই নম্বরটি নেই।
ঠিক সে রকম ভাবে রবি সিম আপনারা আইডি কার্ডের প্রমাণ নিশ্চিত করে, সিমটি ২৪ ঘন্টার মধ্যে বন্ধ করে নিতে পারবেন।
জিপি সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম
জিপি সিম রেজিস্ট্রেশন বাতিল করার জন্য আপনার কাছে জিপি সিম কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে হবে।
তারপর তাদেরকে সিম রেজিস্ট্রেশন বাতিল করার বিষয়ে জানাবেন। তারা আপনার আইডেন্টিটি প্রমাণ করে, সাথে সাথে ফিঙ্গার প্রিন্ট নিয়ে সিম রেজিস্ট্রেশন বাতিল করে দিবে।
টেলিটক সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম
আপনি যদি টেলিটক সিমের গ্রাহক হয়ে থাকেন। সেক্ষেত্রে আপনার সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম অন্যান্য কোম্পানি গুলোর মতোই সিম।
আপনারা সরাসরি টেলিটক সিম কাস্টমার কেয়ারে প্রবেশ করে, আপনার আইডেন্টিটি সাবমিট করে, সিম রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন।
শেষ কথাঃ
তো আপনাদের কাছে যদি অতিরিক্ত কোন সিম থাকে। সেই সিম গুলো সরাসরি আপনারা কাস্টমার কেয়ারের মাধ্যমে, বন্ধ করে নিতে পারবেন।
তো এই আর্টিকেল সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে। তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
আর বিভিন্ন সিম সম্পর্কে আরো অন্যান্য আপডেট তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।
